Friday, November 9, 2012

আপনার মাউস কার্সর কে করে তুলুন animated3D দারুন একটা সফট দিয়

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম


আমরাত কম্পিউটার এ অনেক্ষন বশে থাকি। তাই না ? । আর সারদিন অসহায় মাউসটাকে non stop নারাচারা করতে থাকি। আর এই মাউস এর সাথে বেচারা মাউস পয়েন্টারও স্ক্রীন এর এক কোনা থেকে আরেক কোনা দৌড়ায় । কিন্তু আমরা কি কখনো তাদের কথা চিন্তা করেছি । মাউস পয়েন্টার এর দিকে একটু মনোযোগ দিয়ে তাকিয়েছি । না না কখনই তাকাইনি। হি হি । তবে আজ থেকে আপনাকে তাকাতে হবে ।

কারন আজকে একটা দারুন সফটওয়্যার আপনাদের জন্য এনেছি । যা ব্যাবহার করা অনেক সহজ । এবং অনেক কাজের ।
আজকে থেকে আপনার অসহায় মাউস পয়েন্টারকে রুপে গুনে অনন্যা করে তুলব । নিচে এর ফিচারগুল একটু তুলে ধরলাম।

ফিচারঃ

Saturday, September 29, 2012

বোরিং মাউস পয়েন্টারকে একটু সুন্দর করুন মাত্র ৮০০ কেবি সফট

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম

আমারত কম্পিউটার এর মাউস দিয়ে বেশিরভাগ কাজ করি। কিন্তু আমাদের প্রতিদিন এই বোরিং মাউস পয়েন্টার দেখতে আর কত ভাল লাগে ? প্রতিদিন সাদাকাল একি মাউস পয়েন্টার।

তাই আপনাদের জন্য একটা ছোট সফটওয়্যার এনেছি যেটা আপানার এই বোরিং মাউস পয়েন্টাকে একটু হলেও সুন্দর করবে ।


ছোট এই সফটওয়্যার এর নাম vivi cursor এটি ইন্সটল করা একদম সহজ, সাধারন ভাবে ইন্সটল করলেই হয় ।

ইন্সটল করার পর আপনার মাউস পয়েন্টারের নিচে বিভিন্ন সুন্দর ছোট ছোট আইকন দেখা যাবে দেখুনঃ

***
অনেক প্রকার স্টাইল রয়েছে এতে যেমনঃ বিভিন্ন পশু পাখির আকৃতি,তারা,বাবুল,ফুল, মেলডি, ওয়েদার ইত্যাদি।
***
আমার কাছে সবচে ভাল লাগে তারা (Star)। হাল্কা ছোট ছোট কিছু তারা মাউস পয়েন্টারেরে পিছনে দৌড়ায়, দেখতে ভালই লাগে। তারাটায় ঝামেলাও কম।
***
আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই নির্বাচন করতে পারবেন শুধু টাস্কবারের ভিভি আইকনে রাইট মাউস ক্লিক করেই। আর মাত্র এক ক্লিকই বন্ধও করতে পারবেন।প্রায় ১০ রকমের স্টাইল আছে এতে। আপনি মাউস নারলেই ভিভি মাউস থেকে বের হতে থাকবে।

ডাউনলোড করার পর extract করে নাম ও সিরিয়াল দিয়ে রেজিস্টেসন করে নিন। আর উপভোগ করুন ভিভির মজা।

সুন্দর এবং ছোট এই সফট ডাউনলোড করুন। মাত্র ৮০০ কেবি।

আশা করি আপনাদের ভাল লাগবে> http://www.mediafire.com/?2t340a9lxeoenga


চলুন রাস্তার মধ্যে রেস্তরাঁ বসাই!? Dinar dash 5:boom! গেমে

আসসালামু আলাইকুম

আজকে আরও একটা Dash গেম আপনাদের জন্য নিয়ে এসেছি ।যদিও গেমটা একটু বড় । তারপরেও গেম এর মজাটা কিন্তু আরও বড় । কেননা এটা Dash সিরিজের গেম । Dash সিরিজের গেমগুলর মধ্যে সবচে জনপ্রিয় Dinar Dash এর গেম ।
এটা Dinar Dash এর গেমগুলর মধ্যে ৫ম এবং (আপাতত) সর্বশেষ গেম।

গেমের নাম Dinar Dash 5:Boom! । নামেই বুঝতে পারছেন আপনাকে প্লেট নারচারা করতে হবে । অসাধারন এই গেম এবং এর কাহিনিও মজার । আপনাদের কমিক এর মতন গেম এর কাহিনি দেখান হবে করে । এর ফলে আপনি হাল্কা-পাতলা টিনটিন বা চাচা চউধুরির মজা পাবেন।



তবে এই পর্বে একটু বেতিক্রম আছে। এখানে আপনাকে কোন হোটেলে বা রেস্তুরাতে লোকজনকে খাওয়াতে হবেনা , একবেরে রাস্তায় টেবিল চেয়ার পেতে মানুষদের খাওয়াতে হবে । আপনার কাস্টমারদের যত কম সময়ে তারতারি খায়িয়ে বিদায় করবেন তত বেশি টাকা পাবেন । সবচে মজার বেপার হল এই গেমে টর্নেডো, ভুমিকিম্প, ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ রয়েছে !

গেমপ্লে:

গেমটিতে খেলোয়ারকে ৫ টি সুন্দর সুন্দর ভেনুতে খেলতে হবে । প্রত্যেক ভেনুতে ১০ টি করে লেভেল থাকবে।



Dinar dash এর আগের গেমগুলর মত এইটাতেও আপনাকে প্রথমে কাস্টমারকে বসাতে হবে তারপর তাদের খাবারের অর্ডার নিতে হবে , অর্ডার নেয়ার পর বাবুর্চিকে তা দিতে হবে, তারপর খাবার বানানো হলে তা কাস্টমারদেরকে তা সার্ভ করতে হবে ।আপনাকে কাস্টমারদের বসাতে একটু মাথা খাটাতে হবে । লাল, নিল, কমলা রঙের চেয়ারে কাস্টমারদের জামার কালার অনুযায়ী বসাতে হবে।


আপনার কাস্টমার থাকবে Lawyer, লাইব্রেরিয়ান, বাচ্চা পুলাপান ইত্যাদি ইত্যাদি।

তবে এইখানেই শেষ না । খাবার খাইয়ানোর পর টাকা সংগ্রহ করা এবং প্লেট ধোয়া-ধায়ি করতে হবে আপনাকেই । বৃষ্টি হলে ছাতিও খুলে দিতে হবে।
সবচে মজার হল এর এক্সট্রা লেভেল এবং মিনি গেম গুলা । থাক আর বলব না আপনারা খেলেই এর মজা বুঝতে পারবেন ।
তবে এইখানেই শেষ না । খাবার খাইয়ানোর পর টাকা সংগ্রহ করা এবং প্লেট ধোয়া-ধায়ি করতে হবে আপনাকেই । বৃষ্টি হলে ছাতিও খুলে দিতে হবে।
 
আসাধারন না?

আসলেই অসাধারন। খেলতে বেশি কিছু লাগবে না

System Requirements :
Windows Vista/Windows XP/7
1.2 GHzPentium 3 or equivalent
256MB RAM
DirectX 9.0

গেম খেলে কেমন লাগল জানাবেন কিন্তু ।
DOWNLOAD: